ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভা

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক রচিত ‘কখনো আমার মাকে’ উপন্যাস নিয়ে পাঠের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৬ এপ্রিল বিকেলে জেলা শহরের জজকোর্ট প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারজিয়া মিম। এ সময় উপস্থিত বন্ধুরা বইটি নিয়ে আলোচনা করেন।

পুরস্কার হাতে সেরা তিন পাঠক বন্ধু
ছবি: বন্ধুসভা

প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধু নির্বাচন করা হয়। তাঁরা হলেন বন্ধু লিজা মনি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সনিয়া আক্তার এবং প্রচার সম্পাদক মো. রাফি।

পাঠচক্র শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহারিয়া পাপন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মুহিত খান, সহসভাপতি বীথি শর্মা বণিক, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি, তাইফা ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসিরসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা