দেশের খাদ্যপণ্যের মূল্য নিয়ে গবেষণা কার্যক্রমে যুক্ত হয়েছে বন্ধুসভা

খাদ্যপণ্যপ্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে সারা দেশের প্রতিটি উপজেলার অন্তত একটি বাজারের শতাধিক পণ্যের ওজন ও মূল্য সম্পর্কিত তথ্য সংগ্রহ জরিপ কার্যক্রমে মাঠপর্যায়ে কাজ করছেন বন্ধুসভার বন্ধুরা।

এ মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে বন্ধুসভা জাতীয় পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘খাদ্য মূল্য জরিপ’ শীর্ষক এই গবেষণা কার্যক্রমে সারা দেশের ৪৯৫টি উপজেলায় বন্ধুসভার বন্ধুরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সিন্ধান্ত নেওয়া হয়।

১৫ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় অনলাইনে রংপুর বিভাগের ত্রিশোর্ধ্ব বন্ধুকে সংশ্লিষ্ট গবেষণায় তথ্য সংগ্রহের কৌশল ও গবেষণা পদ্ধতি বিষয়ে অনলাইনে প্রশিক্ষণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত বন্ধুরা পরের দিন সশরীরে মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করে গবেষক দলের কাছে পৌঁছে দেন। পর্যায়ক্রমে অন্তত ১৫টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করে, নির্ধারিত প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করছেন বন্ধুসভার চার শতাধিক বন্ধু।

এই গবেষণা পরিচালনায় বন্ধুসভার অংশগ্রহণ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং গবেষক দলের সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘জাতীয় পর্যায়ের এই গবেষণায় বন্ধুসভার বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক নিবেদন অসাধারণ। দেশের প্রান্তিক পর্যায়সহ বিভিন্ন এলাকার খাদ্যপণ্য নিয়ে পরিচালিত এই জরিপের ফল প্রকাশ হলে সেটি নীতিনির্ধারণী মহলে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সুষম খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। বন্ধুসভার বিস্তৃত নেটওয়ার্ক ও এর সদস্যদের আন্তরিক সহযোগিতায় গবেষণার জন্য স্বল্প সময়ে ও সহজে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করা সম্ভব হচ্ছে। গবেষণা প্রতিবেদনসহ অন্যান্য নথিতে বন্ধুসভার এই অনবদ্য ভূমিকার বিষয়টি নিশ্চয়ই আমরা উল্লেখ করব।’

গবেষণায় তথ্য সংগ্রহের কৌশল ও গবেষণা পদ্ধতি বিষয়ে বন্ধুসভার বন্ধুদের নিয়ে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়
ছবি: সংগৃহীত

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘সারা দেশে বন্ধুসভার অসংখ্য মেধাবী ও উদ্যমী বন্ধু আছেন। এই গবেষণা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁদের কর্মদক্ষতা আরও শানিত হবে। এমন একটি কাজে বন্ধুসভাকে যুক্ত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও গবেষক দলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভবিষ্যতেও বন্ধুসভা এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার পাশাপাশি নিজেদের উদ্যোগে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে গবেষণার পরিকল্পনা করছে।’

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই গবেষণা ও জরিপ কার্যক্রম চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। এতে সারা দেশের বন্ধুদের সঙ্গে যোগাযোগ সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম।