‘সমাজকে আলোকিত করতে বন্ধুসভার বন্ধুরা বড় ভূমিকা রাখছে’

প্রীতিসমাবেশে অতিথিরা
ছবি: বন্ধুসভা

দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে প্রথম আলো দেশের সব ধরনের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজকে আলোকিত করতে বন্ধুসভার বন্ধুরা বড় ভূমিকা পালন করছে। ‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে মানিকগঞ্জে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আবদুল মোমিন, মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর উর্মিলা রায়, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাংস্কৃতিক কর্মী আবুল ইসলাম সিকদার, মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার, জাহাঙ্গীর আলম, সমাজকর্মী ইকবাল হোসেন, মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আবু সালেহ প্রমুখ।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনা করেন বন্ধুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সহসভাপতি নজরুল ইসলাম।

সভাপতি, মানিকগঞ্জ বন্ধুসভা