করোনায় বাবাকে হারানো ইমরান রিশাতের বয়স এখন আট। তবে উচ্চতা আর শারীরিক গঠন দেখে যে কেউ বলবে, ওর বয়স আরও কম। দিনমজুর বাবা মাসুম শেখের মৃত্যুর পর রিশাতদের পরিবারটি পড়ে অথৈ পাথারে। বাবার মৃত্যুর সময় ৯ পেরোনো বোন মাসুমা অথৈয়ের বয়স এখন ১৩। মা লিপি আক্তার তাদের নিয়ে কোনোরকমে দিনাতিপাত করেন।
প্রতিবেশীদের সহযোগিতায় কোনোরকমে চলা পরিবারটির ভাবনায়ও ছিল না ঈদের পোশাক কেনার কথা। এমন সময় রিশাত ও অথৈয়ের জন্য ঈদের পোশাক নিয়ে হাজির হন বাগেরহাট বন্ধুসভা বন্ধুরা। নতুন পোশাক পেয়ে দুই ভাই–বোনের সে কী আনন্দ!
রিশাতদের বাড়ি বাগেরহাট শহরতলির বাদেকাড়াপাড়া এলাকায়। তাদের মতো শহর ও শরতলির অসংখ্য শিশুর হাতে ৫ এপ্রিল ঈদের নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিয়েছে বাগেরহাট বন্ধুসভা। শহরের এসি লাহা হল প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বাগেরহাট বন্ধুসভা। এ কাজে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও সহযোগিতার হাত বাড়ান উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ইনজামামুল হক, বন্ধুসভার সভাপতি শেখ মেহেদী হাসান, সহসভাপতি মাহামুদ হোসেন, সহসভাপতি তপন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক দোঁলন আক্তার, বন্ধু মাহিমা কাজী, তিশা আফরোজ, মারিয়া হক, রাখি আক্তার, তয়ন মাহমুদ, সাকিব হাসান ও ইমরান শিকদার।
সহসাংগঠনিক সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা