গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ঐতিহাসিক ৭ মার্চ চত্বরে গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা শ্রদ্ধা নিবেদন করেন
ছবি: বন্ধুসভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শনিবার সকাল সাড়ে সাতটায় গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনসার ক্লাব–সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা। এরপর সকাল সাড়ে আটটায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ঐতিহাসিক ৭ মার্চ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সঙ্গে গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা শ্রদ্ধা নিবেদন করেন।

বিশালাকৃতির বিজয় তোরণ নিয়ে দুটি স্থানে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র; উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী; সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ; গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম; সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী সরদার; রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ; আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তারসহ আরও অনেকে।

গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনসার ক্লাব–সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
ছবি: বন্ধুসভা

বন্ধুদের মধ্যে ছিলেন প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক, গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আউয়াল আনোয়ার, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার, বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান, সাবেক সভাপতি মুহাম্মদ বাবর আলী, রমেশ কুমার আগরওয়ালা, সহসভাপতি জীবন চক্রবর্তী, ডা. জাকির হোসেন, সাধারণ সম্পাদক সফিক মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক, ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক রাজা বিশ্বাস, ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, মিয়া মাহিমুজ্জামান, মেহেদী হাসান, আফজাল হোসেন, আব্দুল হালিম মিয়া কলেজের প্রভাষক বিউটি আক্তার নাসির, মুঞ্জুয়ারা কাদরী, সবুজ শেখ প্রমুখ।