চীনে বন্ধুদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল
ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চীনের নাঞ্জিং টেক ইউনিভার্সিটিতে চীন বন্ধুসভার বন্ধু ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। ২৯ এপ্রিল থেকে ৩ মে—পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাঞ্জিং টেক পাওয়ার এলিভেন এবং রানার্সআপ হয়েছে নাঞ্জিং টেক টাইগারস।

চার দলের এই টুর্নামেন্টের অন্য দুটি দল হচ্ছে নাঞ্জিং টেক ডনস ও নাঞ্জিং টেক ওয়ারিওরস। ২৯ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামে নাঞ্জিং টেক ওয়ারিওরস বনাম নাঞ্জিং টেক পাওয়ার এলিভেন। এনজেটেক ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলা ১৪ ওভার করে মাঠে গড়ায় এবং ফেসবুক ও ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৩ মে। এতে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নাঞ্জিং টেক পাওয়ার এলিভেন। সর্বোচ্চ ১১৭ রান করে অপরাজিত থাকেন নাঈম আফরান। এ ছাড়া অপর অপরাজিত ব্যাটসম্যান আতিক করেন ৬৯ রান।

২৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় নাঞ্জিং টেক টাইগারসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক মারুফ। ম্যান অব দ্য ফাইনাল হন নাঈম আফরান এবং সর্বাধিক ১১ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন আতিক।

আকর্ষণীয় সব পুরস্কার!
ছবি: বন্ধুসভা

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আলবার্ট মারুফ। সহযোগিতায় ছিলেন আহমেদ ইউসুফ ও আমান ফেরদৌস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আশরাফ রবিন, তারেকুর রহমান, আরিফুর রহমান ও রায়হান হাওলাদার। এ সময় এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংসা করে তাঁরা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের বন্ধুদের এমন আয়োজন আরও বেশি বেশি হোক। এতে সবার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়বে।

শিক্ষার্থী, নাঞ্জিং টেক ইউনিভার্সিটি, চীন