আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ বই নিয়ে পাঠের আসর

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

আহমদ ছফা রচিত স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘যদ্যপি আমার গুরু’ নিয়ে পাঠের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধুদের আলোচনায় উঠে আসে, ‘যদ্যপি’ শব্দের দুটি আভিধানিক অর্থ—যদিও বা একান্তই। ‘গুরু’ শব্দের অর্থ শিক্ষক। এ ক্ষেত্রে বইয়ের নামের অর্থ ধরে নেওয়া যায়—একান্তই আমার শিক্ষক বা যদিও আমার শিক্ষক।

লেখক যদি বইয়ের নাম ‘একান্তই আমার শিক্ষক’ বুঝিয়ে থাকেন, তবে তিনি এর দ্বারা সম্ভবত অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের প্রতি তাঁর অধিকার স্থাপন করেছেন বা প্রকাশ করেছেন। আর যদি বইয়ের নামের অর্থ ‘যদিও আমার শিক্ষক’ বুঝিয়ে থাকেন, তাহলে তিনি এর দ্বারা এমন এক সম্পর্ককে বুঝিয়েছেন, যা গুরু-শিষ্যের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে বন্ধুত্ব বা এক অন্য রকম হৃদ্যতার সম্পর্কের জন্ম দিয়েছে। এ ক্ষেত্রে একটি কথা বলা যেতেই পারে, তাঁদের এই মধুর সম্পর্ক সর্বসাধারণের মাথায় ঢোকার মতো নয়।

পাঠচক্র শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। যেখানে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সহমর্মিতার ঈদ কর্মসূচি ও রমজান মাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশরাফ সিকদার, সাংগঠনিক সম্পাদক নুজহাত সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক তাসফিয়া কাদের, প্রশিক্ষণ সম্পাদক রাউজাতুল মোস্তফা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আয়েশা সিদ্দিকা, কার্যনির্বাহী সদস্য পূর্ণিমা নাথ, বন্ধু নাজিয়া আফরিন, মোহাম্মদ সাহেদসহ অন্য বন্ধুরা।

সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা