চবি বন্ধুসভার সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলনমেলা

চবি বন্ধুসভার সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলনমেলাছবি: বন্ধুসভা

নতুন-পুরোনো বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও দৃঢ় করতে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলনমেলা করেছে চবি বন্ধুসভা। ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে পরিচয় পর্ব, এরপর বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা এবং একপাশে চলতে থাকে বারবিকিউর প্রস্তুতি।

বন্ধু প্রমিতা ত্রিপুরা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বন্ধুসভা পরিবারে আমরা সবাই একে অপরের বন্ধু। মন খুলে গাইতে পারি, নাচতে পারি, গল্প করতে পারি। আজ পুরোটা সময় আনন্দে কাটিয়েছি। আশা করি এভাবেই আমরা মিলেমিশে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

চবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু আদিত্য গোস্বামী বলেন, ‘আমার ক্যাম্পাস জীবনের প্রথম সংগঠন বন্ধুসভা। ২০১৯ সাল থেকেই বন্ধুসভার সঙ্গে যুক্ত। বন্ধুসভা ক্যাম্পাসের অন্য সংগঠনগুলো থেকে আলাদা। কারণ, আমরা এখানে সবাই বন্ধুর মতো মিশি, প্রত্যেকটা মানুষ পরিবারের মতো। এখন শিক্ষাজীবন শেষ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে হচ্ছে। তবে বন্ধুসভার সঙ্গে আত্মিক সম্পর্ক চিরকাল থাকবে।’

সন্ধ্যার পুরো আয়োজন মাতিয়ে রাখেন সাধারণ সম্পাদক আলী আকরাম, সহসভাপতি ফাল্গুনী ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ হাসান, প্রচার সম্পাদক জয় প্রকাশ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক বিনয় সূত্রধর, বন্ধু তন্ময় দত্ত মিশুসহ অন্য বন্ধুরা।