বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘ওমেগা পয়েন্ট’ নিয়ে পাঠচক্রের আসর

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

হুমায়ূন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘ওমেগা পয়েন্ট’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৬ এপ্রিল বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

পরিচয় পর্বের পর শুরুতেই বন্ধু ফাহিম মোনায়েম বইটির সারসংক্ষেপ তুলে ধরেন। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘ওমেগা পয়েন্ট’–এর গল্পটা একটু জটিল। এখানে গল্পের নায়ক দুটি রিয়েলিটিতে বাস করে। কোনটা আসল আর কোনটা নকল? এই প্রশ্ন পাঠকের মনে এক গভীর রহস্যের সৃষ্টি করে।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সভাপতি ডা. জাকারিয়া জাকি বলেন, হুমায়ূন আহমেদের অন্য বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে এটা আলাদা ধরনের। খুব যত্ন করে দাঁড় করানো হয়েছে গল্পটা।

বই নিয়ে আরও আলোচনা করেন বন্ধু মাওয়া খান, লামিয়া আক্তার ও সামিতা তাবাসসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, প্রচার সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক তানভীর আহমেদ, বন্ধু আমির হামযা, আতিকুর রহমানসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা