পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সহমর্মিতার ঈদ
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। এর অংশ হিসেবে ৩০ মার্চ স্বল্প আয়ের কয়েকটি পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন বন্ধুরা।
সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টায় ও সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য ছিল ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নেওয়া। এ মহৎ উদ্যোগে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।’
সাধারণ সম্পাদক, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা।