বৃক্ষরোপণ ও বিতরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৩১ আগস্ট দিনব্যাপী বরিশাল শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল শহরের লঞ্চঘাট-সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কে উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে ‘১০ টাকায় পাঠশালার’ ১০০ শিক্ষার্থীর মধ্যে আমগাছ, নিমগাছসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। পরে বন্ধুরা শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে, স্কুলে ও শংকর মঠে আরও দুই শতাধিক বৃক্ষরোপণ করেন।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বন্ধুসভার এ কার্যক্রমে গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স। বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন ১০ টাকায় পাঠশালার পরিচালক ও শিক্ষক সুবহা সাফওয়ানা, প্রদীপ গণপতি, তাসমিন ও শংকর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নাবিলা জান্নাত, সহসভাপতি তৌসিফ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, রনি আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক শামীমা আক্তারসহ অন্য বন্ধুরা।
সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা