‘মানবিক ও সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হয়ে বন্ধুসভায় যুক্ত হয়েছি’

প্রথম আলোর খুলনা অফিসে নবীন বন্ধুদের বরণ করে নিয়েছে খুলনা বন্ধুসভাছবি: ইমন মিয়া

‘বন্ধুসভা এমন একটি সংগঠন, যারা নন্দিত কাজের সঙ্গে জড়িত। কোনো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারে, এ রকম কাজ এড়িয়ে চলে। প্রথম আলো বন্ধুসভা খুলনার উপদেষ্টা হিসেবে যতটুকু পারি, ভালোটুকু দেওয়ার চেষ্টা করি,’ বলছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাসুদুল আলম।

৬ সেপ্টেম্বর বিকেলে এক আয়োজনের মধ্য দিয়ে নবাগত বন্ধুদের বরণ করে নিয়েছে খুলনা বন্ধুসভা। এদিন দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন-পুরোনো বন্ধুদের পদাচারণে মুখর হয়ে যায় প্রথম আলোর খুলনা অফিস।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ ও দপ্তর সম্পাদক ফারজানা যুথির যৌথ সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। পরিচয় পর্বের পর স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসফিক আহমাদ। লাল গোলাপের শুভেচ্ছা, মিষ্টমুখ, গান পরিবেশন ও কবিতা–আবৃত্তি—সব মিলিয়ে এ যেন কল্পিত স্বর্গ ভবনের প্রতিচ্ছবি।

নতুন বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সাংগঠনিক সম্পাদক পাপন কংস বণিক। শুভেচ্ছা জানান কার্যনির্বাহী সদস্য এম এম মাসুম বিল্যাহ।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফি শাহরিন বলেন, ‘খুলনা বন্ধুসভায় আমি ষষ্ঠ শ্রেণি থেকে জড়িত। বন্ধুসভা আমার আবেগ, অনুভূতি ও ভালো লাগার সঙ্গে মিশে একাকার হয়ে আছে।’

নতুন বন্ধু সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী ঘোষ বলেন, ‘বন্ধুসভার কর্মকাণ্ড আমাকে বিমোহিত করেছে। মানবিক ও সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হয়ে বন্ধুসভায় যুক্ত হয়েছি।’

সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে ও সামাজিক উন্নয়নমূলক কাজের প্রতি আকৃষ্ট হয়ে খুলনা বন্ধুসভার সঙ্গে যুক্ত হওয়া।’

প্রথম আলোর খুলনা অফিসে নবীন বন্ধুদের বরণ করে নিয়েছে খুলনা বন্ধুসভা
ছবি: ইমন মিয়া

প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান বন্ধুদের নানা দিকনির্দেশনামূলক কথা বলেন, বিশেষ করে বলেন মাদককে ‘না’ বলতে হবে।

নতুন বন্ধুদের সাধুবাদ জানান খুলনা বন্ধুসভার সভাপতি প্রফেসর তুহিন রায় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অমিত সরদার। এ সময় বন্ধু সঞ্চারিনী ব্যানার্জীর জাদুকরী কণ্ঠে মেতে ওঠেন বন্ধুরা, তাঁর আগে গানে মাতিয়ে রাখে ছোট্ট বন্ধু লগ্ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুদীপ কুমার কুন্ডু, অর্থ সম্পাদক বনানী আফরোজা, প্রচার সম্পাদক ইমন মিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার, কার্যনির্বাহী সদস্য ইফতিখার মাহমুদ, বন্ধু সাকিব রেজা, আখতারুজ্জামান, শেখ আল আইয়ান, শ্রেয়ান রায়, আবু হানিফাসহ আরও অনেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা