জনমে জনমে যুগে যুগে অনিবার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডাছবি : কামরানুল হক মিজান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করেছে সিলেটের মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ‘জনমে জনমে যুগে যুগে অনিবার’ শিরোনামে ১২ মে বিকেলে কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় সহসভাপতি রুবেল ফারহিন পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’। বন্ধু সামিয়া আক্তার আবৃত্তি করেন ‘কৃতজ্ঞ’ কবিতাটি। ম্যাগাজিন সম্পাদক ইউসুফ মাহদী একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক কামরানুল হক বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর যে মানুষের জন্য কাজ করেছিলেন, তা বলা নিষ্প্রয়োজন। তিনি ছিলেন সমগ্র মানবসমাজের কর্মচারী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টিই তাঁর জীবনের সর্বোচ্চ কীর্তি।’

কবিতার ছন্দে, গানের সুরে সুরে যখন সবাই কণ্ঠ মেলান, তখন একধরনের ঘনীভূত আবহ সৃষ্টি হয়। যেখানে সবাই অনুভব করতে পারেন রবীন্দ্রনাথের সৃষ্টির সৃজন এবং মায়ায় জড়ানো আবহ।

সভাপতি, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা