ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা

সবার মুখে হাসি ফোটাতে চায় বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ঈদ মানেই আনন্দ। কিন্তু সেটি অনেক সময় সবার জন্য হয়ে ওঠে না। অনেকের কাছে ঈদ বাড়তি কষ্টের জোগান দেয়। অন্যের ভালো জামাকাপড় পরা, ভালো খাবার খাওয়া দেখে মনে কষ্টের জন্ম হয়। নীরবে চেয়ে থাকা সেসব ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে ১০০ শিশুকে ঈদের নতুন জামা উপহার দিয়েছে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা।

২০ এপ্রিল দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এগুলো বিতরণ করেন বন্ধুরা। বন্ধুসভার এই ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় নিজ তুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার।

এবার রমজানের শুরু থেকেই বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা প্রস্তুত করা হয়। সেগুলো যাচাই-বাছাই শেষে ১০০ শিশুকে চূড়ান্ত করেন বন্ধুরা। এরপর প্রতিটি ইউনিয়নে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার। পাশাপাশি ২০টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রীও দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, নুডলস ও তেল।

সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ বন্ধুসভা