কবিতা পাঠের আসর

গাজীপুর বন্ধুসভার কবিতা পাঠের আসরছবি: বন্ধুসভা

‘যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’—কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত পঙ্‌ক্তির সঙ্গে আমরা সবাই পরিচিত।

কবিতা ভালোবেসে এবং কবিতার কথা ছড়িয়ে দিতে বৃষ্টিমুখর পরিবেশে গাজীপুর বন্ধুসভা আয়োজন করে কবিতা পাঠের আসর। ২৭ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মারফুয়া আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা।

শুরুতেই ‘অমলকান্তি’ শিরোনামের কবিতা আবৃত্তি করে শোনান তানভীর হাসান। মাহমুদুল হাসান, মো.এহসান ও ইমদাদুল ইসলামও কবিতা আবৃত্তি করেন। ভিন্ন ভিন্ন সাতটি একক আবৃত্তি শেষে বন্ধু শৈশব কোড়াইয়ার কণ্ঠে পরিবেশিত হয় গান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোহিনী চৌধুরীর লেখা ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানটি গেয়ে শোনান তিনি।

কবিতা পাঠের আসর শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর। তিনি শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির নানা দিক সম্পর্কে আলোচনা করেন। কীভাবে একটি কবিতাকে জীবন্ত করা যায়, আবৃত্তিতে আঞ্চলিকতা দূর করার উপায় এবং শুদ্ধ উচ্চারণ ও কবিতার বাচনভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

কবিতা পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম, বন্ধু মারিয়াম আক্তার, মুস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল আয়ান, মেহেদী হাসান, আকলিমা মনি, মুসলিমা খাতুনসহ অনেকে।

সাংগঠনিক সম্পাদক, গাজীপুর বন্ধুসভা