মাগুরা বন্ধুসভার পক্ষ থেকে সাকিব আল হাসানকে বই উপহার

মাগুরা বইমেলায় প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সাকিব আল হাসানকে বই উপহারছবি: বন্ধুসভা

‘আমি যে নিজ হাতে সাকিব আল হাসানকে উপহার দিতে পেরেছি, এটা পরম পাওয়া। সারা বিশ্বে বাংলাদেশের নাম যিনি ছড়িয়ে দিচ্ছেন, তাঁর হাতে আমরা বই তুলে দিয়েছি। এটা বড় একটা ব্যাপার।’ বলছিলেন মাগুরা বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য তনিমা খাতুন।

৭ মার্চ বেলা ৩টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে ‘মাগুরা বইমেলা ২০২৪’-এর উদ্বোধন করেন সংসদ সদস্য সাকিব আল হাসান। তিন দিনের এই মেলায় অংশ নিয়েছে মাগুরা বন্ধুসভা। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন সাকিব। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে তাঁকে বই উপহার দেওয়া হয়।

গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বইমেলা প্রাঙ্গণে এসে পৌঁছান অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রথমেই তাঁকে গার্ড অব অনার দেয় কলেজের বিএনসিসি দল। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বইমেলার পতাকা উত্তোলন করেন অতিথিরা। পতাকা উত্তোলন শেষে শহীদবেদিতে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর রেজভী জামানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।

নিজ বক্তব্যে সাকিব আল হাসান চান মাগুরায় নিয়মিত বইমেলার আয়োজন হোক। তিনি বলেন, ‘এবার তিন দিনব্যাপী হচ্ছে। সামনে আশা করি আরও বেশি দিন এ আয়োজন হবে। আমি বিশ্বাস করি, এ আয়োজন মানুষের আরও বেশি নতুন বই পাওয়া এবং পড়ার সুযোগ তৈরি করবে। বইপড়ার মাধ্যমে তাঁদের জ্ঞান বাড়বে। যেটার মাধ্যমে সে নিজের উন্নতির পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।’

অন্য একটি অনুষ্ঠান থাকায় বক্তব্য শেষ করেই মঞ্চ থেকে নেমে পড়েন সাকিব। ঘুরে দেখেন বইয়ের স্টলগুলো। প্রথমেই আসেন প্রথম আলো বন্ধুসভার স্টলে। সেখানে তাঁকে মাগুরা বন্ধুসভার পক্ষ থেকে দুটি বই উপহার দেওয়া হয়। যার একটি বই সাকিবকে দেওয়া হয়। আরেকটি তাঁর মেয়ে আলাইনা হাসানকে উপহার দেওয়া হয়। এ সময় বইসহ সাকিব বন্ধুসভার বন্ধুদের সঙ্গে ছবি তোলেন। মাগুরা বন্ধুসভার সভাপতি খান শফি উল্লাহ, সহসভাপতি কামরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক তামান্না ফেরদৌস, বন্ধু লাইজুন নাহার, তনিমা খাতুন, নিতি খাতুন, সাদমান সাকিব, আকাশ জোয়ার্দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে ‘মাগুরা বইমেলা ২০২৪’-এর উদ্বোধন করেন সংসদ সদস্য সাকিব আল হাসান
ছবি: বন্ধুসভা

বন্ধুরা জানান, তাঁরা যখন জানলেন সাকিব আল হাসান বইমেলা উদ্বোধন করতে আসবেন, তখনই বন্ধুসভার পক্ষ থেকে বই উপহার দেওয়ার পরিকল্পনা করা হয়। সহসভাপতি প্রকৌশলী শিহাব উদ্দিনসহ অন্যরা মিলে আলোচনা করে বাছাই করেন। সাকিব আল হাসানকে দেওয়ার জন্য বাছাই করা হয় ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও রক্তাক্ত ১৫ আগস্ট’ বইটি। প্রথমা প্রকাশনের বইটি সম্পাদনা করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সাকিবের বড় মেয়ে আলাইনা হাসানের জন্য বাছাই করা হয় আখতার হুসেন সম্পাদিত ‘ইশপের ১০০ গল্প’ বইটি।

জানতে চাইলে মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক তামান্না ফেরদৌস বলেন, ‘বন্ধুসভার পক্ষ থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বই উপহার দিতে পেরে আমরা ভীষণ খুশি। তাঁকে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস–সংশ্লিষ্ট একটি বই উপহার দিয়েছি। আমাদের মনে হয়েছে, এটা পড়লে তাঁর ও দেশের কল্যাণ হবে। পাশাপাশি তাঁর মেয়ের জন্য একটি গল্পের বই উপহার দিয়েছি। আশা করি সে খুশি হবে।’