ভাসানী বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার উদ্যোগে বইমেলা

বইমেলার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেনছবি: বন্ধুসভা

তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৪, ৫ ও ৬ মার্চ‌ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার উদ্যোগে বইমেলা
ছবি: বন্ধুসভা

৪ মার্চ প্রথম দিন বইমেলার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য এ আর এম সোলাইমান, প্রক্টর অধ্যাপক মীর মো. মোজাম্মেল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহীন উদ্দিনসহ বন্ধুসভার উপদেষ্টারা।

বইমেলায় শিশুতোষ বই, গল্প, কবিতার বইসহ অসংখ্য বই নিয়ে স্টল সাজানো হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলে। তিন দিনে আড়াই শতাধিক বই বিক্রি হয়েছে।

সহসভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা