সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা

সচেতনতা বাড়াতে অনলাইনে বন্ধুসভার ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তািবষয়ক’ কর্মশালাসংগৃহীত

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এতটাই বেড়েছে যে তা অনেকের কাছে মাদকাসক্তির মতো নেশায় পরিণত হয়েছে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যেমন সুবিধা রয়েছে, তেমনই অসুবিধাও আছে। সাইবার বুলিং, কমেন্টে কিংবা ইনবক্সে হ্যারাসমেন্ট, ব্ল্যাকমেল ও স্ক্যামিংয়ের মতো সাইবার অপরাধ ঘটছে প্রতিনিয়ত। এসবের বিরুদ্ধে আইন থাকলেও কমছে না অপরাধ। উল্টো ট্রল, মিমস কিংবা এক্সপোজের নামে বেড়ে চলছে অপকর্ম।

বর্তমান এআইয়ের যুগে সাইবার অপরাধ যেন ভিন্নমাত্রা পেয়েছে। ডিপফেক, এআই দিয়ে ছবি, কণ্ঠ নকলসহ অন্যান্য অপরাধের আস্তানা হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তরুণ-তরুণীদের মধ্যে বাড়ছে হতাশা ও আত্মহত্যার প্রবণতা। এসব বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে এবং করণীয় সম্পর্কে ধারণা দিতে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সোশ্যাল মিডিয়া সেফটি’ কর্মশালা।

২৬ মে রাত ৯টায় গুগল মিট অ্যাপে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ এবং কাকতাড়ুয়া ডট ওআরজির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান। তাঁর আলোচনায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক দিক; কীভাবে সাইবার জগতে নিরাপদ থাকা যায়, তা নিয়ে গঠনমূলক আলোচনা; এআই ডিপফেক কী ও কীভাবে এটি শনাক্ত করা সম্ভব এবং কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। কর্মশালায় ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও সারা দেশের অসংখ্য তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশে আবদুল্লাহ আল ইমরান বলেন, এসব সমস্যা সমাধানে নিজের সচেতনতা যেমন জরুরি, তেমনই ব্যক্তিগত তথ্য প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা, ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড থেকে বিরত থাকাসহ পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। হুটহাট যেকোনো লিংকে প্রবেশের আগে সতর্ক থাকতে হবে। এমন কোনো স্পর্শকাতর বিষয় আদান-প্রদান না করা, যেটা ক্ষতির কারণ হয়। অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নিতে হবে। এ ছাড়াও কাকতাড়ুয়া ডট ওআরজি থেকে এ সংক্রান্ত সমস্যায় শিক্ষার্থীদের ফ্রি সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারীরাও জানান সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মুখীন হওয়া তাঁদের বিভিন্ন সমস্যার কথা। সেগুলো সমাধানের উপায়ও বাতলে দেন প্রশিক্ষক। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক ও প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট।