লালমনিরহাট বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ

জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর চিনিপাড়া গ্রামে লালমনিরহাট বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রম করেছে লালমনিরহাট বন্ধুসভা। ২৬ মার্চ বিকেলে জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর চিনিপাড়া গ্রামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এদিন উত্তর চিনিপাড়া গ্রামের ২০ জন শিশুকে নতুন পোশাক ও তাদের পরিবারের জন্য ঈদ খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন বন্ধুরা। তাদের মধ্যে কেউ এতিম, কারও বাবা রাজমিস্ত্রির সহায়তাকারী, আবার কেউ ইটভাটার শ্রমিকের সন্তান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদূর রব সুজন, লালমনিরহাট বন্ধুসভার উপদেষ্টা আসাদুজ্জামান তপু, সভাপতি ফারাহ্ নাজ নাহার, সহসভাপতি ইফতেখায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সুমনা আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সাব্বির ইসলাম।

সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা