পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের পাঁচালী’ নিয়ে পাঠের আসর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইইআর ভবনে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমন।

বাংলার একটি গ্রামে দুই ভাই–বোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। বইটির ছোটদের জন্য সংস্করণটির নাম ‘আম আঁটির ভেঁপু’। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন; যা পৃথিবী-বিখ্যাত হয়।

পাঠচক্রে দেশের সমসাময়িক বিষয় নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল। আলোচনা শেষে চিঠি দিবসে বন্ধুদের পাঠানো চিঠি পাঠ করা হয়।

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা