‘ঈদের দিন নতুন জামাটি পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব’

কেরানীগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচিছবি: বন্ধুসভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা শিশুর মধ্যে ঈদের নতুন জামা বিতরণ ও তাদের সঙ্গে ইফতার করেছেন। ১৫ মার্চ বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা রহমতপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টার এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঈদের নতুন জামা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ১২ বছরের শিশু সামিয়া আক্তার বলে, ‘ঈদের নতুন জামাটি আমার পছন্দ হয়েছে। ঈদের দিন নতুন জামাটি পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব।’

আরেক শিশু মো. ফাহিম বলে, ‘ঈদের জন্য বাবা এখনো নতুন জামা কিনে দেয়নি। এ জামাটি পেয়ে আমি অনেক খুশি। ঈদের দিন এ জামা পরে বন্ধুদের সঙ্গে খেলতে যাব।’

ঈদের নতুন জামা পাওয়া আট বছর বয়সী শিশুর মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলেকে নতুন জামা কিনে দিতে পারব কি না, সেটা নিয়েই চিন্তায় ছিলাম। সমাজে অনেক ধনী লোক আছে, তবে কেউ আমাদের সন্তানদের এভাবে নতুন জামা দেয়নি। যারা আমাদের সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

কেরানীগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচি

কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি তানজিমা নুসরাত বলেন, ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য নতুন জামা কিনে এনে বিতরণ করেছি। ঈদের নতুন জামা পেয়ে তারা অনেক খুশি হয়েছে। তিনি আরও বলেন, ‘সমাজে অনেক দরিদ্র মানুষ রয়েছেন। যাঁরা খুবই কষ্টে জীবন চালাচ্ছেন। যাঁদের পক্ষে সন্তানদের ঈদের নতুন জামা কিনে দেওয়া সম্ভব না। সমাজের বিত্তবানদের সেসব মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে ঈদে সব শিশুর মুখে হাসি ফোটে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ইসমাইল হোসেন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সালাউদ্দিন সোহেল, চিকিৎসক মামুন অর রশিদ, সহসভাপতি তাসনিম খান, নাজিউল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান, অর্থ সম্পাদক শাহানাজ শানু, দপ্তর সম্পাদক আনাস আহমেদ, বন্ধু মাহিমন কবীর, উত্তম কুমার ও প্রত্যয় কেরানীগঞ্জ সংগঠনের প্রধান সমন্বয়ক মনির হোসেন প্রমুখ।