ঈদ হোক সবার জন্য

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রম করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। প্রথম ধাপে ২৬ মার্চ ইউনিভার্সিটি ক্যাম্পাসের পার্শ্ববর্তী হাজরা দিঘী গ্রামের নিম্ন আয়ের ৩০টি পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

একই দিন দ্বিতীয় ধাপে টিএমএসএস মাদ্রাসার শিক্ষার্থী ও অটিজম শিশুদের মধ্যে রঙিন পোশাক উপহার দেন বন্ধুরা। এদের সবাই এতিম। যাওয়ারও কোনো জায়গা নেই। প্রতিবছর মাদ্রাসা প্রাঙ্গণেই ঈদ উদ্‌যাপন করে। তাদের ঈদটা যেন রঙিন পোশাকে আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হয়, এই মনোভাবেই বন্ধুদের এই আয়োজন।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সহমর্মিতার ঈদ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের প্রভাষক শর্মিলী মুস্তাফী, সিএসই ১০ম আবর্তনের শিক্ষার্থী মনীষা খাতুন, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা তানজিল হাসান, সাদিয়া আক্তার, সভাপতি তুষার চন্দ্র, সাধারণ সম্পাদক নিগম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, অর্থ সম্পাদক অভিষেক সরকার, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রিমন হোসেন, প্রচার সম্পাদক সিহাব মণ্ডল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সিরাজুম মুনিরা, কার্যনির্বাহী সদস্য আবদুল কাদের, ইতি খাতুন, আবু রায়হান, ওয়ালিদ মাহমুদ এবং ছোট্ট বন্ধু শ্রীজাত শ্যাম রায় ও স্বর্ণশ্রী শ্যাম রায়।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা