এতিম শিক্ষার্থীদের সাহ্‌রির চাল বিতরণ

কয়েকজন এতিম শিক্ষার্থীর সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সম্প্রতি জয়পুরহাট বন্ধুসভার বন্ধুরা জানতে পারেন, সদর উপজেলার স্থানীয় খঞ্জনপুর নূরানী মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের সাহ্‌রির চাল শেষ হয়ে গেছে। পবিত্র রমজান মাসে এই শিশুশিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে এবং তাদের মুখে হাসি দেখার জন্য তাৎক্ষণিকভাবে বন্ধুরা কিছু একটা করার সিদ্ধান্ত নেন।

সেই অনুয়ায়ী ১০ এপ্রিল বন্ধুদের নিজস্ব অর্থায়নে এক বস্তা চাল কিনে তা এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে। ওই মাদ্রাসায় ৩০ জন এতিম শিক্ষার্থী রয়েছে।

মাদ্রাসায় চাল হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান, সহসভাপতি অর্পিতা মারান্ডী, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, অর্থ সম্পাদক মোস্তাকিম ইসলাম, দপ্তর সম্পাদক আ. আজিজ, সাংস্কৃতিক সম্পাদক এরিকা মারান্ডীসহ অন্যান্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, জয়পুরহাট বন্ধুসভা