চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ঈদ পুনর্মিলনী
গান-আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৫ জুন বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদের একটি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পরিচয় পর্বের পর একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বন্ধুরা। কয়েকজন নতুন বন্ধুও যুক্ত হন, যা ঈদের আড্ডায় আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। একজন একজন করে সবাই ঈদ নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
পরবর্তী সময়ে গৃহীত হয় সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে জুলাইয়ের পাঠচক্র, জিপিএ-৫ সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, মতিউর রহমান, আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আরেফিন অপু, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বইমেলা সম্পাদক ওজিফা খাতুনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা