পাঠচক্রে জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘নিঃসঙ্গ গ্রহচারী’

টাঙ্গাইল বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘নিঃসঙ্গ গ্রহচারী’ বই নিয়ে পাঠের আসর করেছে টাঙ্গাইল বন্ধুসভা। ১২ জুলাই জেলা শহরের পূর্ব আদালত পাড়া বখ্শ ফ্যামিলিতে এটি অনুষ্ঠিত হয়।

বইটিতে মহাবিশ্বের আরও একটি গ্রহে পৃথিবীর মতো জীবনের বিকাশ, মানুষ এবং রোবটের পারস্পরিক সহযোগিতায় জীবনযাপনের গল্প ওঠে এসেছে।

পাঠের আসরে উপস্থিত ছিলেন সভাপতি আবু আহমেদ শেরশাহ, সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক সানজিদা মেহের, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক ফারদিনা লাবণী ও বন্ধু শোয়েব সিকদার।

দপ্তর সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা