নানা আয়োজনে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার মাতৃভাষা দিবস পালন

প্রভাতফেরি করে শহীদ মিনারে ফুল দিতে যান বন্ধুরা
ছবি: রাকিব আল হাসান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পাঠচক্রের আয়োজন করেছেন। আগের দিন বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারকে রঙের ছোঁয়ায় সুন্দর আলপনায় রাঙিয়ে তোলেন।

২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় খালি পায়ে বন্ধুরা উপদেষ্টাদের সঙ্গে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য মো. মোজাফফর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খালিদ হাসান, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রভাষক আতাউর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক সাব্বির হাসান ও ইংরেজি বিভাগের প্রভাষক নুসরাত জাহান।

বন্ধুরা শহীদ মিনারকে রঙের ছোঁয়ায় সুন্দর আলপনায় রাঙিয়ে তোলেন
ছবি: রাকিব আল হাসান

এরপর পুণ্ড্র ইউনিভার্সিটি অডিটরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বন্ধুরা যোগ দেন এবং ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কবিতা আবৃত্তি এবং হুমায়ূন আহমেদের ‘নবনী’ বইয়ের ওপর পাঠচক্রের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সমন্বয় করেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তানজিল হাসান এবং সহযোগী হিসেবে ছিলেন সহসভাপতি মিনহাজ আবেদিন। বন্ধুদের মধ্যে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিত মন্ডল, অর্থ সম্পাদক কামরুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাজিয়া ইসলাম, বইমেলা সম্পাদক রুনা আক্তার, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক মাফরুহা তাসনিম এবং কার্যনির্বাহী সদস্য অনি মেহজাবিন।

সহসভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা