নতুন জামা পেয়ে ভীষণ খুশি সেই শিশু

বরগুনা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে নির্যাতনের শিকার এক শিশু ও তার বোনকে নতুন জামা উপহার দিয়েছে বরগুনা বন্ধুসভা। ২৩ মার্চ দুপুরে বরগুনা পৌর কমপ্লেক্সে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। নতুন জামা পেয়ে ভীষণ খুশি তারা।

৭ মার্চ বরগুনা জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশের গেটের কাছে পথশিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন এক ঝালমুড়ি বিক্রেতা। পাশবিক নির্যাতনের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালের পঞ্চম তলার একটি ওয়ার্ডে তার সন্ধান মেলে।

১৫ মার্চ রাত ২টার দিকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় মেয়েটির সঙ্গে তার ছোট বোনও ছিল। সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে গেলে শিশুটি নিজেই অভিযুক্ত মোসলেমকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শিশুদের নিয়ে বন্ধুদের ইফতার
ছবি: বন্ধুসভা

ভুক্তভোগী শিশুটির বাবা ভিক্ষাবৃত্তি করেন এবং মা মানসিক প্রতিবন্ধী। সহমর্মিতার ঈদের অংশ হিসেবে আজ নির্যাতিত এই শিশু ও তার ছোট বোনকে ঈদের জামা উপহার দেয় বন্ধুসভা বরগুনা। এর আগে শুক্রবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম বলেন, ‘প্রতিবারের মতো এ বছরও আমরা সহমর্মিতার ঈদ কর্মসূচির উদ্যোগে ইফতার আয়োজন ও নির্যাতিত এক শিশু ও তার বোনকে নতুন জামা উপহার দিতে পেরেছি। উপহার পেয়ে তারা ভীষণ খুশি।’