বিশেষ সম্মাননায় ভূষিত হলো বগুড়া বন্ধুসভা

বগুড়া বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ
ছবি: মোহসিনা আঁখি

সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন বাংলাদেশের পক্ষ থেকে বগুড়া বন্ধুসভাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ১০ মার্চ বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন বগুড়া বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ, সংগঠক সুলতান মাহমুদ খান, সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম প্রমুখ।

সম্মাননা সব সময় আবেগঘন ও আনন্দের বিষয় উল্লেখ করে সাব্বির আহমেদ বলেন, বগুড়া বন্ধুসভা বছরব্যাপী নানা সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ করে থাকে। বিভিন্ন দুর্যোগে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ে। আর এ ধরনের সম্মাননা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। এ সময় তিনি স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।

যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া বন্ধুসভা