শীতার্তদের মধ্যে নাটোর বন্ধুসভার উষ্ণতা বিতরণ

নাটোর বন্ধুসভার বন্ধুদের উপহার দেওয়া কম্বল হাতে শীতার্তরাছবি: বন্ধুসভা

কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যে ঘর থেকে বের হওয়াই অনেকের কাছে কষ্টের ব্যাপার। অথচ এই শীতে সাধারণ কাপড় পরে দুমুঠো খাবারের খোঁজে মাছ কাটার কাজে ব্যস্ত সময় পার করছিলেন কয়েকজন দরিদ্র নারী। এমন সময় পেছন থেকে গায়ে কম্বল জড়িয়ে দেন বন্ধুসভার বন্ধুরা। কম্বল পেয়ে খুশিতে একজন বলে উঠেন, ‘বাবারা তোমাদের আল্লাহ পাঠায়ছে। খুব উপকার হইল। অনেক বড় হও তোমরা।’

শীতার্তদের মধ্যে নাটোর বন্ধুসভার উষ্ণতা বিতরণ
ছবি: বন্ধুসভা

২৬ জানুয়ারি দুপুরে নাটোর শহরের নীচাবাজারের মাছের আড়তে প্রথম আলো বন্ধুসভার নিজস্ব অর্থায়নে অর্ধশত শীতার্ত নারীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে বিকেলে এন কলেজ মাঠে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আরও শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুরা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি মুক্তার হোসেন, নাটোর বন্ধুসভার সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, শিপন আলী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক প্রান্ত মৈত্র, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক পূজা দাস, সুমা রানী, শাবনূর খাতুন, সামিউল ইসলাম, দর্পন রায়, মোছা. শারমিনসহ অন্যারা।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা