মাদকের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ

ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়রা
ছবি: অতনু বিশ্বাস

‘খেলা হোক আনন্দময়, হার কিংবা জিত বড় নয়’ স্লোগান নিয়ে ঝিনাইদহ জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ৯ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। ঝিনাইদহ বন্ধুসভার আয়োজনে এই খেলায় অংশ নিয়েছে ঝিনাইদহ বন্ধুসভা ও মাগুরা বন্ধুসভা একাদশ।

কিশোর অপরাধ, মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে ঝিনাইদহ বন্ধুসভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলে উভয় দলের মধ্যে। ১-০ গোলে মাগুরা বন্ধুসভা একাদশ প্রথমার্ধে এগিয়ে যায়।

মাগুরা বন্ধুসভা ও ঝিনাইদহ বন্ধুসভার ম্যাচের একটি দৃশ্য
ছবি: অতনু বিশ্বাস

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ঝিনাইদহ বন্ধুসভা দলের খেলোয়াড়েরা প্রবল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা ফুটবল আর পায়ের জাদু দেখিয়ে পর পর দুটি গোল করেন। নির্ধারিত সময়ে প্রতিপক্ষ মাগুরা দল এই গোল পরিশোধে ব্যর্থ হলে ঝিনাইদহ বন্ধুসভা ফুটবল একাদশ ২-১ গোলে জয় পায়।

বর্তমানে যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অল্প বয়সে মাদকে আসক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। এ জন্য নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলার আয়োজন করতে হবে বলে গুরুত্বারোপ করেন অতিথিরা।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক কর্মী একরামুল হক, একটি বেসরকারি টেলিভিশনের স্পোর্টস ধারাভাষ্যকার আবদুল্লাহ আল নোমান, ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা সাকিব মোহাম্মদ, রবিউল ইসলাম ও তারিকুল ইসলাম।

প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা