যশোরে বন্ধুসভার ২৬তম বর্ষপূর্তি উদ্‌যাপন

প্রথম আলোর যশোর অফিসে বন্ধুসভার ২৬তম বর্ষপূর্তি উদ্‌যাপনছবি: বন্ধুসভা

শীতের আমেজে বর্ষা যখন কড়া নাড়ে,
বাইরে আর থাকি কী করে!
ঘুমকে ডেকেই দিন হয় খান্ত।

কিন্তু এই অলস আবহাওয়া যশোর বন্ধুসভার বন্ধুদের দমিয়ে রাখতে পারেনি। সবকিছুকে উপেক্ষা করে প্রিয় সুহৃদ ও বন্ধুরা প্রথম আলোর যশোর অফিসে চলে আসেন বন্ধুসভার জন্মদিন উদ্‌যাপন করবেন বলে।

গত ১১ নভেম্বর ছিল প্রথম আলো বন্ধুসভার ২৬তম বর্ষপূর্তি। এ উপলক্ষে ৩০ নভেম্বর বৃষ্টিস্নাত বিকেলে যশোর বন্ধুসভা আয়োজন করেছে আনন্দ উৎসবের। বন্ধুদের উপহার দেওয়া হয় টি-শার্ট ও ব‍্যাজ।

অনুষ্ঠানে নতুন-পুরোনো সব বন্ধুরা কেন ও কীভাবে বন্ধুসভায় যুক্ত হয়েছিলেন, সেই স্মৃতিচারণা করেন। তাঁরা প্রাণখুলে হেসেছেন, কেঁদেছেন এবং অনুভূতি প্রকাশ করেছেন।

আলোচনা করেন যশোর সরকারি বালিকা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন শিরিন ও প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। সবশেষে কেক কাটা, মিষ্টিমুখ ও সান্ধ‍্যভোজের মধ‍্য দিয়ে শেষ হয় চমৎকার উপভোগ‍্য এই অপরাহ্ণ।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা