ফরিদপুরের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ৫,১২৮টি গাছের চারা বিতরণ করেছে ফরিদপুর বন্ধুসভা। একই সঙ্গে বন্ধুসভার বন্ধুরা নিজেরাও অসংখ্য চারা রোপণ করেন। ২৩ আগস্ট ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রোপণ ও বিতরণ করা চারার মধ্যে ছিল আম্রপালি, কাঁঠাল, লেবু ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। বিতরণ করা হয়েছে ফরিদপুরের শাকপালদিয়া প্রাথমিক বিদ্যালয়, সাইমুজ্জামান জামালুল কুরআন ইসলামিয়া মাদরাসা, তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়, মনোহরপুর দাখিল মাদরাসা, মনোহরপুর মহিলা কলেজ, মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়, গয়েশপুরের দুটি মসজিদ, আটাইল প্রাথমিক বিদ্যালয়, আটাইল মসজিদ, গোড়াইল প্রাথমিক বিদ্যালয়, গোড়াইল মসজিদ, আজিয়া বাজার মসজিদ ও গোরস্তানে।
এর মধ্যে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামের শাহিন তালুকদার একাই নিয়েছেন ৫৫০টি গাছের চারা। এগুলো তিনি তাঁর তিনটি প্রজেক্টে রোপণ করেছেন। প্রজেক্টগুলোর নাম দিয়েছেন ‘বন্ধু বাগান’।
চারা বিতরণ কাজে উপস্থিত ছিলেন স্থানীয় স্কুলগুলোর সভাপতি, প্রতিষ্ঠাতাদের পরিবার, শিক্ষক এবং বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য আসিফ খানসহ ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা।
সভাপতি, ফরিদপুর বন্ধুসভা