ভৈরবে আটটি স্কুল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

স্কুলপর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব
ছবি: আনাস খান

বিতর্ক, পাঠচক্র, বই বিনিময় কর্মসূচি, কবিতা পাঠের আসর—ভৈরব বন্ধুসভার বছরের নিয়মিত জ্ঞাননির্ভর আয়োজন। এবার আয়োজন করা হলো স্কুলপর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৪। যার সমাপ্তি ঘটে গত ১৮ অক্টোবর। ওই দিন সন্ধ্যায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় প্রথম আলোর ভৈরব অফিসে।

চূড়ান্ত পর্বে অংশ নেয় বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয় ও ভৈরব আইডিয়াল স্কুল। চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়। এই পর্ব সঞ্চালনা করেন সভাপতি প্রিয়াংকা, অর্থসম্পাদক নাফিস রহমান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আফিসা আলী ও প্রচার সম্পাদক রাসেল রাজ।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, ‘ভৈরব বন্ধুসভার পাঠচক্র এখন সারা দেশে সমাদৃত। শিক্ষাপ্রতিষ্ঠানে ভৈরবসভার বিতর্ক প্রতিযোগিতার ইতিবাচক প্রভাব এখন স্পষ্ট। সাধারণ জ্ঞান আয়োজন নিয়েও ভালো সাড়া পেয়েছি। আশা করছি বিতর্ক ও পাঠচক্রের মতোই সাধারণ জ্ঞানচর্চায় ভৈরব বন্ধুসভার আয়োজন সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।’

প্রতিযোগিতায় সভাপতি ও বিচারক প্যানেলে যুক্ত ছিলেন ভৈরবসভার উপদেষ্টা আলাল উদ্দিন, ওয়াহিদা আমিন, লুবনা হক, জাহিদুল হক, জনি আলম, সুমাইয়া হামিদ, সাবেক সভাপতি আরাফাত ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও ছিদরাতুল রশিদ।

প্রতিযোগিতা শুরু হয় ৩ অক্টোবর থেকে। অংশ নেয় ভৈরবের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো সরকারি কেবি পাইলট হাইস্কুল, বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, কমলপুর হাজি জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ, ভৈরব আইডিয়াল স্কুল, এমবিশাল পাবলিক স্কুল ও ভৈরব উদয়ন স্কুল।

পুরস্কার হাতে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয় ও ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা
ছবি: আনাস খান

সভাপতি প্রিয়াংকা ও সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘ভৈরববাসী বন্ধুসভাকে বিশ্বাস করেন। আমরাও সর্বোচ্চ স্বচ্ছতা রেখে আয়োজন শেষ করেছি। প্রশ্নে যেমন ভিন্নতা ছিল, তেমনি ছিল প্রযুক্তির ব্যবহার। ফলে অংশগ্রহণকারীদের কাছে প্রতিযোগিতাটি আকর্ষণীয় হয়ে ওঠে। অনলাইনেও ব্যাপক সাড়া পড়ে।’

প্রতিযোগিতায় ভিন্নস্বাদ দেওয়ার জন্য প্রশ্নের ধরনেও চমক রাখা হয়। যেমন ১০ নম্বরের একটি পর্ব ঝটপট নামে রাখা হয়। তা ছাড়া নানা প্রশ্ন ভিজ্যুয়ালে উপস্থাপন করা হয়। প্রতিটি পর্ব ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার হয়। লাইভ সম্প্রচার ও ভিজ্যুয়াল পর্ব পরিচালনা করেন বন্ধু নাহিদ হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান।

অর্থ সম্পাদক, ভৈরব বন্ধুসভা