দশ জেলায় ড্যাফোডিল বন্ধুসভার ঈদ উপহার বিতরণ

এতিমখানার শিক্ষার্থীদের ঈদের উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি দেওয়া হয়। ড্যাফোডিল বন্ধুসভার ঈদ উপহারছবি: অদিত আল নাফিউ

ঈদ উপহার হিসেবে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, নীলফামারীর সৈয়দপুর, মানিকগঞ্জ, খুলনা, নারায়ণগঞ্জ, বরিশালসহ অন্তত দশ জেলায় নিম্ন আয়ের শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ৮ এপ্রিল নিজ নিজ এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বগুড়ার বয়স্ক চাচা রফিক মিয়া ঠিকমতো চলাচল করতে পারেন না। উপহার পেয়ে খুশি হয়ে তিনি বলেন, ‘তিন ছেলের কেও আমাক দেকে না। তোমাকেরে জন্যে হামি এবার ঈদে সেমায় চিনি খাবার পারমু। আল্লাহ তোমাকেরে ভালো করুক!’ বলেই কান্না করে ফেলেন এবং দোয়া করে দেন।

ড্যাফোডিল বন্ধুসভার ঈদ উপহার

একই দিন বগুড়ার তিনটি এতিমখানার ১০২ শিক্ষার্থীকে ঈদের উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি দেওয়া হয়। পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি সাব্বির আহমাদ, তাঁর বাবা সাইফুল ইসলাম, বন্ধু আশিকুর রহমান, কাওসার আহম্মেদ, এহসানুল হক, সুমন মিয়াসহ আরও বন্ধুরা। উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

এ সময় সামিউল ইসলাম নামে ১০ বছরের এক শিশু বলে, ‘আমার মা–বাবা কেউ নেই। প্রতিবছর সবাই নতুন জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে যায়; আমরা যেতে পারি না। এবার আমরাও ঈদের মাঠে নতুন জামা পরে যাব।’

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা