কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ
ছবি: বন্ধুসভা

সংবাদপত্র দৈনন্দিন জীবনের তৃতীয় নয়ন। স্বাভাবিকভাবে যা আমরা দেখতে পাই না, সেসব অজানা, বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য আমাদের সামনে তুলে ধরে সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর থেকে প্রথম আলো বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্য তথ্য প্রদানের মাধ্যমে যেমন দেশের মানুষদের সত্য জানার সুযোগ করে দিচ্ছে, তেমনি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৮ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বেলা আড়াইটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান পল্লবের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রথম আলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। প্রতিদিন সকালে প্রথম আলো পত্রিকায় চোখ বুলিয়ে আমরা দেশ ও আন্তর্জাতিক বিষয়ে জানতে পারি। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও প্রথম আলো থেকে সর্বশেষ নিউজ জানা যায়।’ এ সময় তিনি উপস্থিত বন্ধুদের সৎ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। সঞ্চালনা করেন বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য তামান্না ইয়াসমিন।

সাংগঠনিক সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা