পাঠচক্রে হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসরসংগৃহীত

হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশমণি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করে চট্টগ্রাম বন্ধুসভা। গত ২৫ মার্চ অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন সহসভাপতি রুমিলা বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুরাইয়া হোসেন। তিনি বলেন, ‘রমজান মাস হওয়ায় অনেকেই চট্টগ্রামের বাইরে চলে গেছেন। তাই এবার অনলাইনে পাঠচক্রের আয়োজন করা।’

আলোচনার পুরোটা সময় দর্শক ফেসবুক লাইভে কমেন্টের মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া জানান। পাঠচক্রে রুমিলা বড়ুয়ার আলোচনার পর বন্ধু বহিৃ শিখার কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি শুনতে শুনতে আয়োজনের সমাপ্তি ঘটে। সঞ্চালনায় ছিলেন কামরান চৌধুরী।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা