বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ
প্রথম আলো বন্ধুসভার সবুজ বাংলাদেশ গড়ার প্রয়াসকে বেগবান করার অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে বাকৃবি বন্ধুসভা। ৮ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ কর্মসূচি পালন করা হয়।
এদিন বন্ধুসভার বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৭০টি গাছ বিতরণ করা হয়। বন্ধুদের নিজেদের অর্থায়নে কেনা এসব গাছের মধ্যে ছিল জলপাইগাছ, জামগাছ, গোলাপজামগাছ, কাঁঠালগাছ, কৃষ্ণচূড়াগাছ, সোনালুগাছ, হরিতকিগাছ, বহেরাগাছ ও লেবুগাছের চারা।
এর আগে গত মাসে ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১০০ চারা গাছ রোপণ করা হয়।
সভাপতি, বাকৃবি বন্ধুসভা