কবি নজরুল স্মরণে ‘কবির প্রাঙ্গণে’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা মহানগর বন্ধুসভার বিশেষ অনুষ্ঠান ‘কবির প্রাঙ্গণে’ছবি: বন্ধুসভা

‘তাঁর কাছে মানুষ বড় ছিল, সাম্য বড় ছিল। তাঁর প্রতিভাকে কোনো ধর্মের নিগুঢ়ে বদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা মহানগর বন্ধুসভার বিশেষ অনুষ্ঠান ‘কবির প্রাঙ্গণে’ উপস্থিত হয়ে এ কথা বলেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফাতেমাতুজ্জোহরা।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগর বন্ধুসভার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী মীর বরকত। তিনি বলেন, ‘নজরুল সাহিত্যসেবা করে গেছেন মানুষের মঙ্গলের জন্য। বঞ্চিতের জন্যে, শোষিতের জন্যে তাঁর লেখনি ছিল বলিষ্ঠ।’

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান। আলোচনার ফাঁকে ফাঁকে কবি নজরুলের লেখা ও তাঁর গান পরিবেশনা এবং কবিতা আবৃত্তি করে শোনান অতিথিরা।

সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা