ডিআইইউ বন্ধুসভার সহমর্মিতার ঈদ

নিম্ন আয়ের মানুষের মধ্যে সহমর্মিতার ঈদের উপহার বিতরণের আগে ডিআইইউ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারাছবি: বন্ধুসভা

প্রতিবছরের মতো এবারও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ডিআইইউ বন্ধুসভা। ১৮ মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে কর্মসূচির অংশ হিসেবে ইউনিভার্সিটি ক্যাম্পাস ও আশপাশের এলাকার শিশুদের নতুন পোশাক ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।

ডিআইইউ বন্ধুসভার উপহার দেওয়া ঈদের খাদ্যসামগ্রী নিতে আসা মানুষেরা
ছবি: বন্ধুসভা

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ডিআইইউ বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মো. আবদুল বাছেত, ফজলুল হক পলাশ, তাহজীব-উল-ইসলাম, মো. জাহিদুল ইসলাম, নাজমুল হাসান খান এবং স্টুডেন্ট অ্যাডভাইজর খালিদ হাসান। এ সময় তাঁরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ডিআইইউ বন্ধুসভার সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বন্ধুসভার মূল লক্ষ্যই হলো সমাজের কল্যাণের জন্য কাজ করা। ঈদের আনন্দ যেন সমাজের সর্বস্তরের মানুষ উপভোগ করে, সেটাই আমাদের চাওয়া।’

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা