ফাল্গুনী বৃষ্টিতে জবি বন্ধুসভার বইমেলা ভ্রমণ ও পাঠচক্র

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

৯ ফাল্গুন, বৃষ্টিমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় এ মাসের দ্বিতীয় পাঠচক্র। ভাষাশহীদদের স্মরণে এবারের বিষয় নির্বাচন করা হয় মুনির চৌধুরীর কালজয়ী নাটক ‘কবর’। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

উদ্দেশ্য ছিল সব বন্ধুদের নিয়ে বইমেলা ঘুরে দেখা এবং পাঠচক্র সম্পন্ন করা। আবহাওয়া অনুকূলে না থাকার কারণে পাঠচক্র সম্পন্ন করতে বেশ বেগ পেতে হয়। আচমকা বৃষ্টিতে বইমেলার বিভিন্ন স্টলে আশ্রয় নেন বন্ধুরা। পরবর্তী সময়ে বৃষ্টি থেমে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে গিয়ে পাঠচক্র শুরু করা হয়।

বইমেলায় প্রথমা স্টলের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমনের সঞ্চালনা এবং বইটি নিয়ে তাঁর মতামত ও ব্যাখ্যা দিয়ে পাঠচক্র শুরু হয়। পরে অন্য বন্ধুরাও বইটি নিয়ে আলোচনা করেন। পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি ফয়সাল আহমেদ, সহসভাপতি রাকিব আহমেদ, দপ্তর সম্পাদক শিহাব হিফযু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন জামান, প্রচার সম্পাদক সোনিয়া আক্তার, বইমেলা সম্পাদক রোকসানা আক্তারসহ অন্য বন্ধুরা।

‘কবর’ নাটকের বিশেষত্ব এবং কেন কারাগারে বসে নাটকটি লেখা হয়েছিল, কারাগারের প্রতিকূল পরিবেশে নাটকটি মঞ্চস্থ করতে মুনির চৌধুরী যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন; সেসব বিষয় আলোচনায় উঠে আসে। পাঠচক্র শেষে বন্ধুরা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখাসহ গল্প, আড্ডায় চমৎকার একটি বিকেল উপভোগ করেন।

বইমেলা সম্পাদক, জবি বন্ধুসভা