বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘গ্রাফিকস ডিজাইনিং কর্মশালা’

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীদের আরও স্মার্ট হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের তুলে ধরতে গ্রাফিকস ডিজাইনিং দক্ষতার বিকল্প নেই। শিক্ষা, গবেষণা, বিভিন্ন প্রতিযোগিতা, প্রেজেন্টেশনসহ পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে এই জ্ঞান ব্যাপক কাজে দেবে। প্রতিনিয়ত চর্চার মাধ্যমে এই কাজের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা অধিক প্রফেশনাল হয়ে উঠবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলছিলেন প্রশিক্ষক আতিকুর রহমান আসিফ।

১২ ও ১৩ জুন ‘গ্রাফিকস ডিজাইনিং কর্মশালা’র আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কে অনুষ্ঠিত এ কর্মশালায় বাছাই করা ৫০ শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাকৃবি বন্ধুসভার আহ্বায়ক আতিকুর রহমান আসিফ ও হুরে জান্নাত বিনতে তফিক।

অনলাইন গ্রাফিকস ডিজাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে সোশ্যাল মিডিয়া গ্রাফিকস, পোস্টার, ডকুমেন্ট, লোগো, ভিডিও, অ্যানিমেশন, টেমপ্লেট, কনটেন্ট এবং ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা যায়, সেসব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে গ্রাফিকস ডিজাইনের প্রয়োগ নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে হুরে জান্নাত বিনতে তফিক বলেন, ‘গ্রাফিকস ডিজাইনিং সম্পর্কে ধারণা থাকায় করোনা মহামারির সময়ে সাংগঠনিক বিভিন্ন কাজে তা প্রয়োগ করার সুযোগ হয়। সেটির কারণে পরবর্তী সময়ে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে ফ্রিল্যান্সিং কাজের অফার পাই। তাই যেটাই শিখতে হবে, তা ভালোভাবে আয়ত্ত করতে হবে।’

কর্মশালায় অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা গেছে। রাবেয়া তাপসী নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি একজন ছোটখাটো উদ্যোক্তা এবং একটি ব্যবসায়ের সঙ্গে জড়িত। বিজ্ঞাপন ও সেলের কাজে মাঝেমধ্যে পোস্টার বানাতে হয়। কাজটি আগে পারতাম না। এই কর্মশালা থেকে নতুন অনেক কিছু শিখলাম।’ নেপাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা দিপেশও কর্মশালায় অংশ নেন। তিনি বলেন, এই ক্যাম্পাসে কৃষিবিষয়ক পড়াশোনার পাশাপাশি এ ধরনের দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের আরও স্মার্ট করে তুলবে।

বন্ধু, বাকৃবি বন্ধুসভা