হাসপাতালে ডেঙ্গু রোগীদের সেবায় কুষ্টিয়া বন্ধুসভা

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিচ্ছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ভালো কাজ করাই বন্ধুসভার কাজ। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’–এর অংশ হিসেবে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে কুষ্টিয়া বন্ধুসভা।

২৬ অক্টোবর ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এগুলো বিতরণ করেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম। তিনি বন্ধুদের কাজের প্রশংসা করে বলেন, ‘কুষ্টিয়া বন্ধুসভার এই উদ্যোগ খুবই ভালো। রোগীদের অনেক উপকার হলো।’

রোগীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ
ছবি: বন্ধুসভা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার বন্ধুদের সঙ্গে থেকে পানির বোতল বিতরণ করেন রোগীদের। ভর্তি থাকা অন্তত ৮০ রোগীকে এ পানি দেওয়া হয়। এ ছাড়া বন্ধুসভার বন্ধুরা ডেঙ্গু ওয়ার্ডের রোগীদের খোঁজখবর নেন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের উপস্থিতিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সহসভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা