আলোকিত সমাজ গঠনে বন্ধুদের কাজ করার অঙ্গীকার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিপ্রবি বন্ধুসভার মাসিক সভাছবি: বন্ধুসভা

সংগঠনের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক সভা করেছে পবিপ্রবি বন্ধুসভা। ২ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

সভায় পবিপ্রবি বন্ধুসভার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ সময় বন্ধুসভার আদর্শ ও কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বন্ধুত্ব, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চার গুরুত্ব তুলে ধরে সবাই মিলে আলোকিত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির অনুপস্থিতিতে এদিন সভাপতির দায়িত্ব পালন করেন সহসভাপতি দর্পন কুমার মোহন্ত। নিজের বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহমেদ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা বন্ধুত্ব, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চার এক মহান প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনের প্রাণ। এই বন্ধন হোক মানবিক সমাজ গঠনের পথপ্রদর্শক।’

সাংগঠনিক সম্পাদক তাসদিদ হাসান বলেন, ‘একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শৃঙ্খলা, ঐক্য ও সক্রিয়তায়। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার দায়িত্ব, সদস্যদের মধ্যে সমন্বয় গড়ে তোলা ও কার্যক্রমে যুক্ত রাখা। আমরা একসঙ্গে গড়ব মানবিক ও সচেতন বন্ধুসভা।’

সভায় আরও উপস্থিত ছিলেন ম্যাগাজিন সম্পাদক নাফিউল আলম, বন্ধু সাফিন প্রধান, সাহেদা বিনতে এশা, সাব্বির হোসেন, রিপা ভট্টাচার্য্য, বর্ণা, আতহার ইসতিয়াক, জারিন তাসনীম, আবরার মাহমুদ, মুস্তাকিম হাসান, মো. সোহেল, সাজ্জাদ হোসেন, আবু বাশারসহ অন্য বন্ধুরা।