ঝিনাইদহ বন্ধুসভার নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রত্যেক তরুণের মধ্যে অসম্ভব রকমের প্রতিভা ও অপার সম্ভাবনা লুকিয়ে আছে। প্রথম আলো বন্ধুসভার সব সদস্য সবার আগে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে।
ঝিনাইদহ বন্ধুসভার উদ্যোগে কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের নিয়ে দিনব্যাপী নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন বক্তারা। ১৭ জানুয়ারি এটি অনুষ্ঠিত হয়।
সহসভাপতি রাজিয়া সুলতানার সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান। নেতৃত্বের গুরুত্ব, সংজ্ঞায়ন, প্রকারভেদ ও নেতৃত্ব বিকশিত হওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তাত্ত্বিক সেশন শেষে দলীয় গেমের মাধ্যমে বুঝিয়ে দেন ঐক্য ও সহযোগিতায় অনেক কিছুই সহজে অর্জন করা যায়।
আইন বিষয়ে প্রশিক্ষণ দেন আইনজীবী খন্দকার আশা। শুদ্ধ উচ্চারণ ও গুছিয়ে কথা বলার বিষয়ে প্রশিক্ষণ দেন আবৃত্তিশিল্পী বাপ্পী জোয়ার্দ্দার। ’২৪-এর বিপ্লবের গল্প শোনান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন। কেমন বন্ধুসভা দেখতে চাই? এ বিষয়ে ধারণা দেন সাবেক সভাপতি আবু রেজা ইমরান।
কর্মশালা শেষে সাংস্কৃতিক সম্পাদক সুষ্মিতা তাবাসসুমের পরিচালনায় বন্ধুরা গান, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশন করেন।
সবশেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন উপদেষ্টা প্রফেসর সুষেন্দু ভৌমিক। সমাপনী বক্তব্য দেন সভাপতি বিপাশা আহমেদ।
কর্মশালা বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধু ফারদিন আহম্মেদ, রাতুল হাসান, দাউদ ইব্রাহীম, সৈয়দ মুশফিক আহমেদ ও সুমন আলী।