প্রথম আলোর রজতজয়ন্তীতে ঝিনাইদহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অতিথিদের সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

দেড় শতাধিক শিশুশিক্ষার্থীকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ঝিনাইদহে পালিত হলো প্রথম আলোর রজতজয়ন্তী। ৭ নভেম্বর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। আরও ছিল পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, হকার, এজেন্ট ও বন্ধুসভার বন্ধুদের নিয়ে প্রীতিসম্মেলন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা শহরের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বেলা তিনটায় এ প্রতিযোগিতা শুরু হয়। চারটি বিভাগে খুদে শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে আঁকে জাতীয় পতাকা, শহীদ মিনার ও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি। বিচারক হিসেবে ছিলেন শিল্পানুরাগ শফিক মাহমুদ, গোবিন্দ প্রসাদ দেবনাথ ও বুলবুল চৌধুরী।

প্রতিযোগিতা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করে শিশুশিক্ষার্থীরা। কবিতা আবৃত্তি করেন কবি এমদাদ শুভ্র, সাইফ উদ্দিন ও কাজী জান্নাতুল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয়ীরা হলো ক বিভাগে সারণিকা দেবনাথ, কাজী মেহেরিন ও জুবাইদা। খ বিভাগে রোজ আল জুরি, তাসমিয়া রহমান ও সারন্নি দেবনাথ। গ বিভাগে ইয়াসিন আরাফাত, কাজী মেহেজাবিন ও সালজুক রায়াত। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্য থেকে ঘ বিভাগে বিজয়ী হয় সোহানা খাতুন ও তাসকিয়া সুলতানা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ও বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা শাহিনুর আলম, ইসহাক আলী, আনোয়ার ফিরোজ, অধ্যাপক সুষেন্দু কুমার ভৌমিক, বন্ধুসভার সভাপতি আবু রেজা ইমরান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকেরা। সঞ্চালনা করেন ফিরোজ হোসেন ও কাজী জান্নাতুল।

বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ, আবদুল ওহাব, কাজী শাহেদ, নেওয়াজ আতিক, সাজেদুর রহমান, রাতুল, তুষানা ইমরান, আকিমুল ইসলাম, শাহজাদা, কাজী শাফিউল, রিপন হোসেন প্রমুখ।

প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা