পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পরিচিতি সভা
কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পরিচিতি সভা ও উপদেষ্টাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২১ জানুয়ারি এটি অনুষ্ঠিত হয়।
প্রথমেই পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য চিত্তরঞ্জন মিশ্রকে শুভেচ্ছা জানানো হয়। তিনি বন্ধুসভার বিগত বছরের কাজের প্রশংসা ও আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য উৎসাহ দেন।
এ ছাড়া ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. নাজমুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও প্রক্টর মো. সাব্বির হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুব হাসান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রনীল মিশ্র বন্ধুদের শুভেচ্ছা জানান ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি সনিয়া দিপ্তি, মানস প্রতিম মহন্ত, সাধারণ সম্পাদক নিগম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সিনথিয়া শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক অভিষেক সরকার, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান, প্রচার সম্পাদক সিহাব মন্ডল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নিশাত আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কাজী হুমায়রা, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুরাইয়া জাহান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক খন্দকার ইশতিয়াক, ম্যাগাজিন সম্পাদক মহুয়া আক্তার, বইমেলা সম্পাদক অরূপ কুমার, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদের, তানজিন জাহান, তাসফিয়া তাহসিন, আবু রায়হান, ওয়ালিদ মাহমুদ, ইতি খাতুন, আছিয়া আক্তার, রাইসা রাসমিন ও রিদিকা ইসলাম।
সহসভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা