গল্প, আড্ডা ও গানে রাজবাড়ীসভার নৌভ্রমণ

নৌভ্রমণে রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার নৌভ্রমণ। দিনব্যাপী আয়োজনে ছিল মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি পরিদর্শন, পদ্মার চর পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি।

নৌভ্রমণ উপলক্ষে বন্ধুরা সবাই সকালে উপস্থিত হন রাজবাড়ী শহরের অদূরে গোদারবাজার ঘাটে। সময়ের সঙ্গে সঙ্গে নদীর পাড়ে বন্ধুদের আনাগোনা বাড়তে থাকে। ঘাটে আরও হাজির রান্নার বাবুর্চি ও সাউন্ড সিস্টেম। আগে থেকেই হারমোনিয়াম, তবলা নিয়ে উপস্থিত ছিলেন শিল্পী আবদুল জব্বার ভাই। এরপর ঘাটে আসে আমাদের কাঙ্ক্ষিত নৌকা। দ্রুত সময়ের মধ্যে নৌকায় রোদ থেকে বাঁচার জন্য ত্রিপল টাঙানো হয়। বন্ধুরা সবাই নৌকায় চড়ে বসেন। কিন্তু দায়িত্বশীল কয়েকজনকে তখনো পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায়, দুজন বন্ধু এসে পৌঁছাননি। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ঘাট ছাড়ে ইঞ্জিনচালিত নৌকা। নৌকায় গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি চলতে থাকে আড্ডা। কেউ মেতে ওঠেন মুঠোফোনে সেলফি তোলায়। নৌকা স্রোতের অনুকূলে আরিচার দিকে যেতে থাকে। নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় দুই ঘণ্টা পর নৌকা পৌঁছে তেওতায়।

নৌকার ভেতর গল্প, আড্ডা ও গানে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নদীর পাড়ে বাবুর্চির রান্নার ব্যবস্থা করা হয়। তিনি সেখানে গ্যাসে রান্না চড়িয়ে দেন। বন্ধুরা দল বেঁধে চলে যান তেওতা জমিদারবাড়ি। জমিদারবাড়িতে পৌঁছেই সবাই বিস্ময় প্রকাশ করেন। হাতের বাঁ দিকে শানবাঁধানো পুকুর। পুরোনো অনেকগুলো দালান। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে। কক্ষের দরজাগুলো খুলে নেওয়া হয়েছে। ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে। সবাই সীমাহীন আনন্দ নিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। ছবি, সেলফি ও ভিডিও নিতে থাকেন বন্ধুরা। ঘোরাঘুরি শেষ হলে সবাইকে নৌকায় ফিরে যেতে বলা হয়। ততক্ষণে দুপুরের খাবার রান্না সম্পন্ন হয়ে গেছে। শুরু হয় দুপুরের খাওয়া। পাশাপাশি উজানে চলতে থাকে নৌকা। আকাশে ধীরে ধীরে সূর্যের আঁচ কমে আসছে। ইতিমধ্যে নৌকা চলে আসে উড়াকান্দা এলাকায়। নৌকা ভেড়ানো হয় পদ্মার চরে। ধু ধু চর। বন্ধুরা আবারও সেখানে নেমে পড়েন। কেউ বালু মাড়িয়ে হাঁটতে থাকেন। কেউ পানিতে পা ভেজান। দেখতে দেখতে সূর্য হেলে পড়ে পশ্চিম আকাশে। আবারও সবাইকে তাড়া দেওয়া হয় নৌকায় উঠতে। আবারও শুরু হয় গান; সঙ্গে মুড়ি, চানাচুর। এরপর আয়োজন করা হয় লটারির। লটারি শেষ হতে না হতেই নৌকা ভেড়ে গোদারবাজার। বন্ধুরা চলে যান আপন নীড়ে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি পরিদর্শন
ছবি: বন্ধুসভা

রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক আরিফুর রহমান, উপদেষ্টা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপদেষ্টা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, উপদেষ্টা চিত্তরঞ্জন কুন্ড, উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ, আইনজীবী আবদুস সাত্তার, আইনজীবী নাজমুল হাসান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক অরুপ কুমার প্রামাণিক, বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক এস এম জাহাঙ্গীর কবীর, খাদ্য কর্মকর্তা সাফায়েত হোসেন, ব্যাংক কর্মকর্তা অনুপম জোয়ার্দ্দার, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমপদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইমাম, বন্ধুসভার সহসভাপতি আইনজীবী অনুপ কুমার দাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মহসিন মৃধা, সাবেক ছাত্রনেতা আবদুল হালিম, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ, শিল্পী কানিজ ফাতেমা বেবী, সঞ্জীব ভৌমিক, আকলিমা পারভীনসহ ৮৪ বন্ধু অংশগ্রহণ করেন।