টুকরো খবর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: নেপোলিয়ন হিলের বিখ্যাত বই রোড টু সাকসেস নিয়ে ১১ জুলাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠের আসর বসে রাজধানীর গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন পার্কে।
দিনাজপুর: ৮ জুলাই বিকেলে দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা দিনাজপুর মিউজিয়াম পরিদর্শন করেন। এরপর তাঁরা হেমায়েত আলী লাইব্রেরিতে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী বই পড়েন। পরিদর্শন শেষে মোতাহের হোসেন চৌধুরীর লেখা সংস্কৃতি কথা বইটি নিয়ে প্রথম আলোর দিনাজপুর অফিসে পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়।
সিলেট: ১২ জুলাই প্রথম আলোর সিলেট অফিসের বন্ধুসভার কক্ষে সিলেট বন্ধুসভার পাঠচক্রের বিষয় ছিল সমরেশ মজুমদার রচিত উপন্যাস এত রক্ত কেন।
টাঙ্গাইল: মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন নিঃসঙ্গ গ্রহচারী বই নিয়ে ১২ জুলাই জেলা শহরের পূর্ব আদালতপাড়া বখ্শ ফ্যামিলিতে পাঠের আসর করে টাঙ্গাইল বন্ধুসভা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রতিবছরের মতো এ বছরও ফল খাওয়ার উপকারিতা সবার মধ্যে ছড়িয়ে দিতে ৯ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ফল উৎসব।
এমসি কলেজ: ৯ জুলাই আহমদ ছফার গাভী বিত্তান্ত উপন্যাসটি নিয়ে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এমসি কলেজ বন্ধুসভা পাঠচক্রের আসর করে।