ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শিশুদের শীতের পোশাক উপহার
ছবি: বন্ধুসভা

কার্তিকের প্রথম সপ্তাহে শীত চলে এসেছে। পিরোজপুর শহরের শহীদ মিনার এলাকায় ১ নভেম্বর ছিন্নমূল মানুষদের মধ্যে শীতের পোশাক বিতরণ করেন বন্ধুরা। শীতবস্ত্রগুলো থেকে ওরা বাছাই করে খুঁজে নেয় নিজেদের পছন্দের পোশাকটি।

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে পিরোজপুর বন্ধুসভার উদ্যোগে শহরের বলেশ্বর সেতু, শহীদ মিনার, কৃষ্ণচূড়া মোড়, পোস্ট অফিস সড়কে ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতের পোশাক পেয়ে শিশু হেলাল উদ্দিন বলে, ‘কয় দিন ধইরা শীতে কষ্ট পাইছি। গরম জামা পাওয়ায় শীত আর করবে না।’ দরিদ্র কামাল হোসেন (৪৫) বলেন, ‘আপনারা খুব ভালো একটা জ্যাকেট দেছেন। এত ভালো জ্যাকেট কোনো দিন পরি নাই।’

শীতের পোশাক পরিয়েও দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার সঙ্গে শীতবস্ত্র বিতরণে অংশ নেন পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শীত পড়তে শুরু করেছে। শীতের শুরুতেই বন্ধুসভার এ উদ্যোগ প্রশংসনীয়। ভালো কাজের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’

পিরোজপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার বলেন, ‘আমরা রাতের বেলা শহরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষদের শীতবস্ত্র দিয়েছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর বন্ধুসভার সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি চন্দ্রিকা মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, জি এম সানি, অর্থ সম্পাদক ছামিউল মিল্লাত, সাংস্কৃতিক সম্পাদক মো. রাম্মান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তামান্না মোসলেম।

সাধারণ সম্পাদক, পিরোজপুর বন্ধুসভা