পদ্মাপারের মানুষের জন্য শীতের উপহার

রাজশাহীর পদ্মা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা জনবসতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে শীতের উপহারছবি: বন্ধুসভা

রাজশাহীর পদ্মা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা জনবসতিতে বাস করা বেশির ভাগ মানুষ আর্থিকভাবে অসচ্ছল। নদীর ওপর নির্ভর করেই তাঁদের জীবনযাত্রা অতিবাহিত হয়। বাড়িঘর মাটি ও বাঁশ-টিনের তৈরি। নদীতে মাছ ধরা, কৃষিকাজ, পশুপালন ও দিনমজুরের কাজ করে সংসারের খরচ নির্বাহ করেন।

২৪ জানুয়ারি এই জনবসতিতে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বন্ধুরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহারের কম্বল পৌঁছে দেন।

মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতের উপহার পৌঁছে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপহার পেয়ে শীতার্তরা খুবই খুশি। একজন বলেন, ‘সকাল-সন্ধ্যায় চারদিক কুয়াশায় ঢেকে থাকে। টিনের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে। পরিবার নিয়ে শীতে খুব কষ্টে দিন পার করছি। আপনাদের দেওয়া কম্বলে একটু হলেও উষ্ণ অনুভব হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. রায়হান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ উদ্দিন, প্রচার সম্পাদক নাঈম শাহরিয়ার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা